১৭ ডিসেম্বর, ২০২৩ ২০:২০

মনোনয়ন প্রত্যাহার করলেন কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন প্রত্যাহার করলেন কাজী ফিরোজ রশীদ

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। 

রবিবার এ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন কাজী ফিরোজ রশীদ।

মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমকে এ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা নেই। তাই চিঠি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

কাজী ফিরোজ রশীদ ২০১৪ সালেও এই আসনের সংসদ সদস্য ছিলেন। এবার আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় তিনি বাদ পড়েন। তাই ক্ষোভ থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে। 

ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন। এদিন একই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর