১৯ ডিসেম্বর, ২০২৩ ১৬:১৫

ভোটগ্রহণের জন্য ২৫ ডিসেম্বর থেকে জেলায় যাবে ব্যালট পেপার

অনলাইন ডেস্ক

ভোটগ্রহণের জন্য ২৫ ডিসেম্বর থেকে জেলায় যাবে ব্যালট পেপার

অশোক কুমার দেবনাথ (ফাইল ছবি)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২৫ ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে ব্যালট পেপার পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

নির্বাচন ভবনে নিজ কক্ষে মঙ্গলবার বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
 
ইসির অতিরিক্ত সচিব বলেন, ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া এলাকায় ব্যালট ছাপানো পরে হবে। প্রায় ৪০ আসনে মামলা আছে।

তিনি আরও বলেন, ব্যালট পেপার জেলা রিটার্নিংয়ে সংরক্ষিত থাকবে। পাশাপাশি বিতরণের সুবিধার্থে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে নিরাপত্তা বাহিনী।

বিডি প্রতিদিন/আরাফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর