৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬

বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বিমানবন্দরে প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক

বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বিমানবন্দরে প্রস্তুতি সম্পন্ন

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আগত বিদেশি পর্যবেক্ষক, প্রতিনিধি এবং সাংবাদিকদের গ্রহণ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত প্রতিনিধিদের জন্য বিশেষভাবে বিমানবন্দর অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে। অভ্যর্থনা লাউঞ্জের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রচুর সংখ্যক দিকচিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া তাদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং সেবাদানকারী কর্মকর্তারা প্রস্তুত থাকবেন।

উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিনিধি বাংলাদেশে আসবেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর