২ জানুয়ারি, ২০২৪ ১৪:২৮

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড সৈয়দপুরে

অনলাইন ডেস্ক

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড সৈয়দপুরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারির সৈয়দপুরে। আজ মঙ্গলবার সকালে সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে।

চলতি বছর এটিই সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার দেশের দক্ষিণ, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের ছয় বিভাগে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে, একই সঙ্গে উত্তরাঞ্চলের দুই বিভাগে তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর