৪ জানুয়ারি, ২০২৪ ১৯:১৮

দু-এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : জিএম কাদের

‘তবে সমস্যা হবে নির্বাচনের দিনে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দু-এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : জিএম কাদের

বক্তব্য দিচ্ছেন জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘বর্তমানে নির্বাচনের মাঠে দু’এক জায়গা বাদে সবখানেই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তবে সমস্যা হবে নির্বাচনের দিনে। যারা ভোট দিতে আসবে, তারা ভোট দিতে পারবে কি না সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। আর ভোট দেওয়ার পর সে ভোট সঠিকভাবে গণনা করা হবে কি না, এ নিয়েও আমাদের শঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে অতীতের একাধিক নির্বাচনে এমন ঘটনা ঘটেছে বলে মানুষের মাঝে এমন শঙ্কা রয়েছে। জনগণের মাঝে আস্থাহীনতা রয়েছে এ নির্বাচন নিয়ে।’

বৃহস্পতিবার রংপুরে নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক পরিবেশ এখন অস্থিতিশীল রয়েছে। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। কাজেই নির্বাচনের পর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আওয়ামী সরকারের অধীনে অতীতের নির্বাচনের অভিজ্ঞতায় জনগণ এ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে শঙ্কিত রয়েছে।

‘জাপার কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে কি না,’ এমন প্রশ্নের জবাবে তিনি কাদের বলেন, ‘এ নিয়ে এত বাড়াবাড়ি কেন বুঝলাম না। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা ১৯৯০ এর পর থেকে যখনই ৩’শ আসনে প্রার্থী দিয়েছি, তখনই অনেক প্রার্থী সরে দাঁড়িয়েছে। অনেকেই অভিজ্ঞতা নিতে আসে, পরিচিত হতে আসে। ১৯৯০ সালের পর থেকে ৩০০ আসনে নির্বাচন করার যোগ্যতা জাতীয় পার্টির কখনই ছিল না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে জাপা অনেক জায়গায় বাধার শিকার হচ্ছে। এখনই অভিযোগ পেলাম একটি। বগুড়া-২ আসনের প্রার্থী জিন্নাহ সাহেব এখনই টেলিফোন করে জানালেন যে, নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন। আমাদের ভোটার-কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কেন্দ্রীয়ভাবে তাদের আইনের আশ্রয় নিতে বলেছি এবং তারা আইনি সহায়তা নিচ্ছেন। আশা করি, ঠিক হয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর