৫ জানুয়ারি, ২০২৪ ১৬:৪৪

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প স্থাপন

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প স্থাপন

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প স্থাপন

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে বাংলাদেশ ফায়ার ও সার্ভিস সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরের পর ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের পক্ষ থেকে নির্বাচন ভবনের সামনের সড়কে তাবু টানিয়ে এই অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। তাবুর সামনে স্থাপন করা হয়েছে কমান্ড সেন্টার। একই সঙ্গে রাখা হয়েছে পানিবাহী গাড়ি ও রেসকিউ মালামালের বিশেষ গাড়ি।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর (পরিদর্শক) আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতনে কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ জায়গায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। এটি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জায়গায় পর্যায়ক্রমে ২০ জন করে জনবল সবসময় উপস্থিত থাকবেন। যেকোনো ধরনের দুর্ঘটনা কিংবা অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আমরা কাজ করব।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর