৮ জানুয়ারি, ২০২৪ ১২:৫৪

দুই যুগ পর সংসদে আখতারউজ্জামান

অনলাইন ডেস্ক

দুই যুগ পর সংসদে আখতারউজ্জামান

আখতারউজ্জামান (ফাইল ছবি)

দুই যুগ পর সংসদে ফিরলেন ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ট্রাক প্রতীক নিয়ে তিনি ৬২ হাজার ৯৪০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৬৯৬ ভোট।

এর আগে ১৯৯৬-২০০১ মেয়াদে আখতারউজ্জামান একই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনগুলোতে মনোনয়ন চাইলেও দল তাকে মনোনয়ন দেয়নি। এবারও তিনি দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল আদর্শ আখতারউজ্জামান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর