১৩ জানুয়ারি, ২০২৪ ০৯:৫৬

তেজগাঁও বস্তিতে আগুনে দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা বার্নে ভর্তি

অনলাইন ডেস্ক

তেজগাঁও বস্তিতে আগুনে দগ্ধ মা-ছেলে শেখ হাসিনা বার্নে ভর্তি

রাজধানীর তেজগাঁও এলাকার বস্তিতে লাগা আগুনে দগ্ধ মা ও ছেলেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫) ও তার শিশু সন্তান মো. নজরুল ইসলাম (৪)। তারা দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, তেজগাঁও থেকে আমাদের এখানে দুইজন এসেছেন। নাজমা বেগমের শরীরের ২৪ শতাংশ দগ্ধ ও তার ছেলে নজরুল ইসলাম ধোয়ায় অসুস্থ হয়েছে। তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর