১৪ জানুয়ারি, ২০২৪ ১৬:১৩

স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

অনলাইন ডেস্ক

স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হবে আগামী ২২ জানুয়ারি। শেষ হবে চলবে ১১ ফেব্রুয়ারি।

আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স বা স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

এতে আরো বলা হয়, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর