২৮ জানুয়ারি, ২০২৪ ১১:৪৭

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ চারজনের জামিন

অনলাইন ডেস্ক

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ চারজনের জামিন

আদালতে ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছে শ্রম আপিলেট ট্রাইব্যুনাল।

আজ রবিবার সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসসহ তাদের আইনজীবী।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ড. ইউনূস। তার আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানান।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গত ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের এক মাসের জামিন দেওয়া হয় তখন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর