২৮ জানুয়ারি, ২০২৪ ২১:২৩

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদে আরও ২ বছর থাকছেন আজিজুর রহমান

অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদে আরও ২ বছর থাকছেন আজিজুর রহমান

আজিজুর রহমান

আরও দুই বছর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক থাকছেন আজিজুর রহমান। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিতে আরও দুই বছরের জন্য আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (তার মূলপদ) নিয়োগ দিয়ে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষে আগামী ১ ফেব্রুয়ারি আজিজুর রহমানের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত ও অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে আজিজুর রহমানের এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি গ্রেড-৫ কর্মকর্তা হিসেবে তার সর্বশেষ আহরিত সুযোগ সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর