২৯ জানুয়ারি, ২০২৪ ১৪:০১

সংখ্যাটা বড় নয়, কারা বিরোধী দল সেটাই আসল: চুন্নু

অনলাইন ডেস্ক

সংখ্যাটা বড় নয়, কারা বিরোধী দল সেটাই আসল: চুন্নু

মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংখ্যাটা বড় নয়; পার্লামেন্টে কারা অপজিশন (বিরোধী দল) সেটাই আসল। মাননীয় স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা আগামীতে একটি নজির হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সোমবার দুপুরে বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের দলের যে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত অভিজ্ঞ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি, জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে সংসদীয় দল; এটা মানুষের আকাঙ্ক্ষার এবং বিরোধী দল হিসেবে মানুষ যেটা চায়, যে ডিমান্ড তার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, আমাদের যেটুকু সমালোচনা করা হয় বা গৃহপালিত বলে সমালোচনা যাতে না হয় সেজন্য পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আগামীতে ভূমিকা রাখব। মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সেই লক্ষ্যে কাজ করে যাব।

এর আগে দ্বাদশ সংসদে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রবিবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর