৯ মার্চ, ২০২৪ ০৯:১৪

জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ

জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে। 

সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

সম্মেলনে সারাদেশ থেকে ১৫ হাজার কাউন্সিল, ডেলিগেট আসবে বলে জানিয়েছেন রওশনপন্থিরা। তবে জাপার কোন কোন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা আসবেন তা নিশ্চিত করেননি আয়োজকরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। রওশন সেখানে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এর মাধ্যমে জাতীয় পার্টি নামে আরেকটি দল হতে যাচ্ছে।
 
১৯৮৬ সালের এক জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয়। এরপর নেতৃত্বের দ্বন্দে অন্তত ছয়ভাগে বিভক্ত হয়েছে দলটি। তারপর থেকে এরশাদ-রওশন ও জিএম কাদের বলয়কেই জাপার মূলধারা হিসেবে বিবেচনা করা হতো। সাবেক রাষ্ট্রপতি ও সেনা শাসক এরশাদের মৃত্যুর পর থেকেই নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দ্বন্দ বাড়তে থাকে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর