১৫ এপ্রিল, ২০২৪ ১৬:০০

হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া

অনলাইন ডেস্ক

হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম মিয়া

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত ৭৭ বছর বয়সী তিনি।

কুমিল্লা-৩ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিএনপি সরকারের (১৯৯১-৯৬) মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন তিনি। বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও নেতা ছিলেন রফিকুল ইসলাম। সেখান থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন দেশের বিশিষ্ট এ আইনজ্ঞ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর