২৮ এপ্রিল, ২০২৪ ১০:২৫

এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়

অনলাইন ডেস্ক

এসএসসির ফল প্রকাশের তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সঠিক নয়

ফাইল ছবি

আগামী ৯-১১ মে’র মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল-এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কাজ সম্পন্ন হলে ফল প্রকাশের তারিখ ও সময় সংবলিতপত্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিডি প্রতিদিন/একেএ/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর