১ জুন, ২০২৪ ২১:১২

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সংকট সৃষ্টিকারীদের ছাড় নয় : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সংকট সৃষ্টিকারীদের ছাড় নয় : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

কথা বলছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন,  ‘মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারা খুবই দুঃখজনক। এর কারণ খুঁজে বের করতে হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ শনিবার দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ায় পাঁচ লাখের বেশি কর্মী প্রেরণের জন্য সেদেশের সরকার সুযোগ দিয়ছিল। সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ।  ফ্লাইটের সমস্যার পর কর্মী পাঠানোর জন্য ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্যও চিঠি পাঠানো হয়। তবে এখনো সেই চিঠির উত্তর আসেনি।’

তিনি বলেন, ‘এ সমস্যার সমাধানে অ্যাম্বাসি ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকার চায় বৈধপথে শ্রমিক বিদেশে যাবে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে। আমাদের উদ্দেশ্য হয়রানি করা নয়। যারা হয়রানি করছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে এক মতবিনিময় সভায় অংশ নেন। মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্য অতিথিদের মধ্যে এতে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর