১ জুন, ২০২৪ ২২:০৭

‌‘মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে’

অনলাইন ডেস্ক

‌‘মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে’

জি. এম. কাদের। ফাইল ছবি

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি. এম. কাদের এমপি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

জি.এম কাদের বলেন, ‘যাদের গাফিলতির জন্য শ্রমবাজারে এতবড় বিপর্যয় হলো তা বের করতে তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সাথে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

ভিসা পেয়েও ৩১ মে’র মধ্যে প্রায় ৩১ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করে জি.এম. কাদের এমপি বিবৃতিতে আরো বলেন, কী কারণে ভিসা পেয়েও এসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি তা খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’   

তিনি বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি ২০২২ সালে ৫ লাখ ২৪ হাজার ৯৪৬ জন কর্মী নিতে রাজি হয়।  ৩১ মে’র মধ্যে এই কর্মী পাঠানোর কথা ছিল। সে অনুযায়ী গেল প্রায় ২ বছর যাবত এজেন্সির পেছনে ঘুরে ঘুরে নির্ধারিত সময়ে মালয়েশিয়াতে যেতে পেরেছেন ৪ লাখ ৯৪ হাজার ১০২ জন। বাকি ৩০ হাজার ৮৪৪ জন সর্বস্ব হারিয়েও মালয়েশিয়াতে যেতে পারেনি। এরচেয়ে কষ্ট ও দুঃখজনক  ঘটনা আর কিছু হতে পারে না। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সরকারের জরুরি পদক্ষেপ নিতে হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর