১২ জুন, ২০২৪ ১৩:২৫
আদালত অবমাননা

বিএনপিপন্থী ছয় আইনজীবীকে ব্যাখ্যা দিতে হবে, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

বিএনপিপন্থী ছয় আইনজীবীকে ব্যাখ্যা দিতে হবে, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

আদালত অবমাননার অভিযোগের ব্যাপারে বিএনপিপন্থী ছয়জন আইনজীবীকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। পাশাপাশি আদালতে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেন। সেই সঙ্গে ওই আইনজীবীদের লিখিত ব্যাখ্যা দেওয়ার সময় পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে বিএনপিপন্থী সাতজন আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।

বিএনপিপন্থী সাতজন আইনজীবী হলেন কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম।

আদালত অবমাননার অভিযোগ করা আবেদনের শুনানি নিয়ে গত ১৫ নভেম্বর আপিল বিভাগ আদেশ দেন। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে আদালত অবমাননার আবেদনে যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে গত ১৫ জানুয়ারি সকাল নয়টায় আপিল বিভাগে (১ নম্বর কোর্টে) হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ।  নির্ধারিত সেই তারিখে তাঁরা আদালতে হাজির হন।

আগের ধারাবাহিকতায় আজ আবার বিষয়টি আদালতে ওঠে। সাতজন আইনজীবীর মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন। অপর ছয়জন আইনজীবী আজ আদালতে হাজির হন।

তাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

আগামী ২৫ জুলাইয়ের লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলে তাদের (ছয় আইনজীবী) ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেন আপিল বিভাগ। মৃত্যুবরণ করায় আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নাম বাদ দেওয়া হয়।

প্রসঙ্গত, আদালত অবমাননার আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গত বছরের ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়েছে। এ ছাড়া আবেদনে যুক্ত করা হয়েছে, বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-অবস্থানের ছবি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর