১৫ জুন, ২০২৪ ১২:১১

বর্ষার প্রথম দিনেই ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক

বর্ষার প্রথম দিনেই ৩ বিভাগে ভারী বর্ষণের আভাস

ফাইল ছবি

আজ বর্ষাকালের প্রথম দিন, অর্থাৎ আষাঢ় মাসের ১ তারিখ। দেশের বিভিন্ন স্থানে দিনকে দিন বৃষ্টির প্রবণতা বাড়ছে। মৌসুমী বায়ুও দেশের উপর মোটামুটি সক্রিয়। এ অবস্থায় দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারীও বর্ষণের আশঙ্কা রয়েছে।

শনিবার আবহাওয়া অফিসে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টির আভাস রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায়।

এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারীও বর্ষণ হতে পারে। চলমান তাপপ্রবাহ নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বিরাজমান থাকতে পারে অস্বস্তিভাব।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর