১৭ জুন, ২০২৪ ০৯:২২

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও এ মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় জামাতেও মসজিদের ভেতর ও বাইরে কয়েক হাজার হাজার মুসল্লি অংশ নেন।  

সোমবার (১৭ জুন) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেমের ইমামতির মাধ্যমে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় জামাতে নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। এ সময় দেশের সার্বিক উন্নয়ন কামনা, মুসলিম উম্মাহর প্রতি শান্তি কামনাসহ কবরবাসীর প্রতি শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তৃতীয় জামাত হবে সকাল ৯টায়। চতুর্থ ঈদ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর