২৭ জুন, ২০২৪ ১৫:৪৬

এমপি আনার হত্যা: মোস্তাফিজুর ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

এমপি আনার হত্যা: মোস্তাফিজুর ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, গতকাল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মন্দির থেকে তাদের গ্রেফতার করে গোয়ান্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ঢাকায় আনা হয়।

গত ২৮ মে কলকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধার করে পশ্চিমবঙ্গের সিআইডি। ধারণা করা হচ্ছে, তা এমপি আনারের মরদেহের খণ্ডিত দেহাংশ। পরে গত ৯ জুন সকালে কলকাতার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি হাড়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর