শিরোনাম
৩ জুলাই, ২০২৪ ২০:৪২

নথি জালিয়াতির অভিযোগে সিএমএম কোর্টের বেঞ্চ সহকারী আটক

আদালত প্রতিবেদক

নথি জালিয়াতির অভিযোগে সিএমএম কোর্টের বেঞ্চ সহকারী আটক

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীকে আটক করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনি নামে ওই আদালতের বেঞ্চ সহকারীকে আটকের নির্দেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রীয়াধীন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর