শিরোনাম
৮ জুলাই, ২০২৪ ১৯:৫৪

পিএসসির প্রশ্নফাঁস : আলোচিত ড্রাইভার আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

নিজস্ব প্রতিবেদক

পিএসসির প্রশ্নফাঁস : আলোচিত ড্রাইভার আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

আবেদ আলী জীবন। ছবি : তার ফেসবুক থেকে নেওয়া

পিএসসির প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত ড্রাইভার আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির দুই উপ-পরিচালক, এক সহকারী পরিচালক, দুই অফিস সহায়কসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

১৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের কর্মকর্তা-কর্মচারী। অভিযানে উদ্ধার করা হয়েছে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিপুল আলামত।

ড্রাইভার সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তার বিপুল বিত্তবৈভবের খবর ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

জানা গেছে, সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন তিনি।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর