৯ জুলাই, ২০২৪ ১৪:১৯

সাংবাদিককে মারধর: আওয়ামী লীগ নেতা রাসেলকে শোকজের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিককে মারধর: আওয়ামী লীগ নেতা রাসেলকে শোকজের নির্দেশ

মাহমুদুল আসাদ রাসেল

সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করায় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তাকে ধানমন্ডি দলীয় সভানেত্রীর ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রবেশ না করার মৌখিক নির্দেশ দেন দলটির সাধারণ সম্পাদক। 

আজ বেলা ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে তাঁর (কাদেরের) রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নির্দেশ দেন। গতকাল দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রফিকুল ইসলামকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল।

এ ঘটনায় আওয়ামী বিটে কর্মরত সংক্ষুব্ধ সাংবাদিকরা আজ বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শুরু হওয়ার আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ চেম্বারে কথা বলেন। এর বিচার দাবি করেন। ওবায়দুল কাদের এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদ রাসলকে শোক করতে নির্দেশ দেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর