১৩ জুলাই, ২০২৪ ২১:০২

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাঁচজন বহিষ্কার

অনলাইন ডেস্ক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাঁচজন বহিষ্কার

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও শনিবার। স্কুল ও কলেজ পর্যায়ের এই দুই দিনে মোট পাঁচজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

আজ শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার কলেজ পর্যায়ের পরীক্ষায় দুই বিভাগের তথ্য বাদে উপস্থিতির হার ছিল ৭২ শতাংশ। আজ ঢাকা বিভাগেই বহিষ্কার হয়েছেন দুইজন পরীক্ষার্থী। শনিবার বহিষ্কার হওয়াদের মধ্যে মধ্যে একজন হলেন মিরপুর বাংলা স্কুল কেন্দ্রের ও অপরজন যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী। শুক্রবার তিনজন বহিষ্কার হয়েছিলেন। তাদের মধ্যে দুইজন ময়মনসিংহ বিভাগে, আরেকজন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দেশের আটটি বিভাগীয় শহরে আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হয়। গতকাল শুক্রবার একই সময়ে স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর