১৩ জুলাই, ২০২৪ ২১:৩২

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা জানাল এনটিআরসিএ

অনলাইন ডেস্ক

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা জানাল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আয়োজনে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আজ শনিবার শেষ হয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর শনিবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা।

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকেই ফল প্রকাশের জন্য দিন গুনতে শুরু করেছেন চাকরিপ্রত্যাশীরা। অনেকেই ধারণা দিচ্ছেন কবে নাগাদ প্রকাশ হতে পারে এ ফল। 

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে প্রকাশ হতে পারে তা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান (উপসচিব)। 

এনটিআরসির এ কর্মকর্তা বলেন, ‘সবেমাত্র পরীক্ষা শেষ হলো। পরীক্ষার খাতা আসতে শুরু করেছে। এগুলো প্রসেসিংয়ের মধ্য দিয়ে পরীক্ষকদের কাছে পাঠানো হবে। প্রথম পরীক্ষক যিনি থাকবেন তাকে অন্তত ১৫ দিন সময় দিতে হবে। দ্বিতীয় পরীক্ষককেও একই সময় দিতে হবে। সব মিলিয়ে দুই মাস সময় লাগতে পারে।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর