১৩ জুলাই, ২০২৪ ২১:৫২

কোটা সংস্কার আন্দোলন : পুলিশের মামলার প্রতিবেদন ২১ আগস্ট

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন : পুলিশের মামলার প্রতিবেদন ২১ আগস্ট

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

গতকাল শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। সেই মামলার এজাহার আজ আদালতে আসে। আদালত সেই এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

আজ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর