১৭ জুলাই, ২০২৪ ১৯:৫৮

সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন, কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। 

শেখ হাসিনা বলেছেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর