১৮ জুলাই, ২০২৪ ১৫:১৪

আদালতে আপিল শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী

অনলাইন প্রতিবেদক

আদালতে আপিল শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে আগামী ৭ আগস্ট যে শুনানি হওয়ার কথা রয়েছে সেটি এগিয়ে আনার ব্যবস্থার কথা বলেছেন। আমি সেই মর্মে বাংলাদেশের এটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি। আগামী রবিবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতে তিনি আপিল করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গতকাল ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে আমরা হাইকোর্টের একজন বিজ্ঞ বিচারপতিকে দায়িত্ব দিয়ে কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব আমরা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছি।    
 
আলোচনার বিষয়ে তিনি বলেন, চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসবে সরকার। আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো। 

আজ চলমান কোটাবিরোধী আন্দোলনের বিষয় নিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর