শিরোনাম
২৬ জুলাই, ২০২৪ ১৭:৪০

কারো কাছে আমাদের চেতনা বন্ধক দেই নাই : মুক্তিযুদ্ধমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

কারো কাছে আমাদের চেতনা বন্ধক দেই নাই : মুক্তিযুদ্ধমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধ করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র জমা দিয়েছি। ট্রেনিং কিন্তু জমা দেইনি। আমাদের চেতনা জমা দেই নাই। কারো কাছে আমাদের চেতনা বন্ধক দেই নাই।’

তিনি আরো বলেন, ‘৭১ সালে যাদের পরাজিত করেছিলাম, ওই সময় তাদের বিষদাঁত ভেঙে দিতে পারি নাই। এবার তাদের পরাজিত করলেই হবে না। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জীবনদশায় এই দেশ অকার্যকর করে দিবে তা হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে।’
 
নরসিংদীর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আজ শুক্রবার দুপুরে নরসিংদী পাঁচদোনায় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সাভায় তিনি এসব কথা বলেন। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশেকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে। তারা যেন তাদের প্রভুদের দেখাতে পারে। তারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে। তারা বাংলাদেশে অস্তিত্বের উপর হামলা করেছেন। এ আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল না, ছিল বাংলাদেশের বিরুদ্ধে।’
 
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম, মেজর জেনারেল হেলাল মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান প্রমুখ। 

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর