৫ আগস্ট, ২০২৪ ১৭:২৯

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

অনলাইন ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা ছয় ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। আজ সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।’

সেনাপ্রধান বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর