৬ আগস্ট, ২০২৪ ২৩:৫৪

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

নিজস্ব প্রতিবেদক

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলাদেশ প্রতিদিন'কে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বৈঠকে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বিষয়ে সিদ্ধান্তে সবাই একমত হয়েছে। 

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, উপদেষ্টা পরিষদের বাকি পদগুলোর বিষয়ে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের  একটি মাইনর অপারেশন হয়েছে। তিনি দ্রুতই দেশে চলে আসবেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর