৭ আগস্ট, ২০২৪ ১৮:২৭

শ্রম আইনের মামলায় ড. ইউনূসের সাজা বাতিল

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইনের মামলায় ড. ইউনূসের সাজা বাতিল

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ৬ মাসের সাজা বাতিল করেছেন আদালত।

বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এমএ আউয়াল তার আপিল মঞ্জুর করে ড. মুহাম্মদ ইউনূসকে খালাসের আদেশ দেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা চারজনের বিরুদ্ধে সাজার রায় দেন।

দণ্ডিত অপর তিনজন হলেন-গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর