১০ আগস্ট, ২০২৪ ১২:৪৮

অবিলম্বে আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো

উচ্চ আদালতে ন্যায়বিচার নিশ্চিত করতে অবিলম্বে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শনিবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

তারা বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ফ্যাসিস্ট সরকারের অনুকূলে রায় দিয়ে বহু আগেই তাদের শপথ লঙ্ঘন করেছেন। আজ (শনিবার) অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনও আলোচনা ছাড়া সকল বিচারপতিকে নিয়ে ফুটল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি, যা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

তারা আরও বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের উচ্চ আদালতের কোনও বিচারপতি কর্তৃক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর