১৯ আগস্ট, ২০২৪ ২২:২৪

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার নিন্দা

দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে দুর্বৃত্ত দলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, খুলনা মহানগর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

হামলার বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, এই হামলাকারীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক নেই। এ ধরনের হামলা, সহিংসতার বিরুদ্ধেই শিক্ষার্থীদের আন্দোলন। আমরা গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার দুঃখ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। 

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, গণমাধ্যম কার্যালয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি কখনই সমর্থন করে না। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই। 

মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাড. শাহআলম বলেন, আমরা যে কোন ধ্বংসাত্বক কাজের নিন্দা জানাই। দুর্বৃত্তদের মোকাবিলা ও এসব কাজে যারা জড়িত তাদেরকে এ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর