২৯ আগস্ট, ২০২৪ ২০:৪৯

বন্যা কবলিতদের মাঝে সুপ্রিমকোর্টের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বন্যা কবলিতদের মাঝে সুপ্রিমকোর্টের ত্রাণ বিতরণ

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বন্যাকবলতি ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফেনী ও নোয়াখালীতে সংশ্লিষ্ট জেলা জজ আদালতের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ষুধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় প্রধান বিচারপতির নির্দেশে বন্যা কবলিত মানুষদের মাঝে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম খেজুর, ০২ প্যাকেট হাই প্রোটিন বিস্কুট, ৪ লিটার বিশুদ্ধ পানি, ১ প্যাকেট নুডল্স, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার ভোজ্য তেল বিতরণ করা হয়। ওষুধ সামগ্রী হিসেবে ১০ পিস ওরস্যালাইন, ২০টি প্যারাসিটামল ট্যাবলেট, ১০টি মেট্রানিডাজল ট্যাবলেট, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়। এছাড়া, প্রতিটি পরিবারকে শিশু খাদ্য হিসেবে ১ প্যাকেট সুজি ও ১ লিটার পাস্তরিত তরল দুধ সরবরাহ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন হাই কোর্ট বিভাগের সহকারি রেজিস্ট্রার (কোর্ট কীপিং) আকরামুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার (প্রসাশন) মো. ওমর হায়দার এবং কোর্ট কীপার ইউনুছ খান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর