১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৭

‘বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই পুনর্বাসন কর্মসূচি শুরু হবে’

ফেনী প্রতিনিধি

‘বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই পুনর্বাসন কর্মসূচি শুরু হবে’

অন্তর্বর্তীকালিন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে খুব শিগগিরই পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। পুনর্বাসন কার্যক্রম সূচারুভাবে করতে স্থানীয় পর্যায়ে কমিটি হবে। কমিটিতে সংশ্লিষ্ট সরকারি সকল সংস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী, এনজিও, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নারী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন।

রবিবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলমান বন্যা পরিস্থিতির মূল্যায়ন এবং ত্রাণ তৎপরতার সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটা একটা পরিবর্তিত বাংলাদেশ। আগের বাংলাদেশ নয়। তরুণরা বুকের রক্ত দিয়ে এই পরিববর্তন এনেছেন। এটাকে ধরে রাখতে হবে। আমরা অমর্যাদা আর দাসত্বের জীবনে ফিরে যেতে চাই না।

পুলিশের বিষয়ে তিনি বলেন, পুলিশকে ব্যবহার করা হয়েছে, কিছু পুলিশ স্বপ্রণোদিতভাবেও ব্যবহার হয়েছে। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। এখন সবার দায়িত্ব দেশ গড়ার।

জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিসেফ চটগ্রাম ফিল্ডের প্রধান মাধুরী ব্যানার্জিসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সেনাবাহিনী, ইউনিসেফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর