৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০১

আমের মক্কী একাই এক শ

অনলাইন ডেস্ক

আমের মক্কী একাই এক শ

স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডই তাঁর নেশা। যেকোনো দুর্যোগে অথবা কোনো সংকটে ঝাঁপিয়ে পড়েন একঝাঁক বন্ধুকে সঙ্গে নিয়ে। নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে থাকেন, চালাতে থাকেন নানা তৎপরতা। ফেনীর পরিচিত মুখ আমের মক্কী।

বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলায় হলেও কাজ করেন পুরো জেলায়। স্বেচ্ছাসেবী সংগঠক ও বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সদস্য আমের মক্কী এবারও ছিলেন সক্রিয়। বন্যা শুরুর কয়েক দিন নিজের মা, বোন, স্বজনদের উদ্ধার নিয়ে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সবাইকে আত্মীয়দের বাসায় রেখে নেমে পড়েন মাঠে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে দলবল নিয়ে খিচুড়ি রান্না করে বিলাতে থাকেন বিভিন্ন এলাকায়। নোয়াখালীর বন্যাকবলিত এলাকায়ও নিয়ে যান রান্না করা খাবার। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা ত্রাণের গাড়ির সঙ্গে স্বেচ্ছাসেবী থেকে এসব বিলি-বণ্টন করেন।

আমের মক্কী বলেন, ‘এসব কাজ করতে অনেক ভালো লাগে, তাই কিছু না কিছু করি।’ প্রায় অর্ধশত কর্মী তাঁকে এসব কাজে সহযোগিতা করেন। অনেকে পাঠান অনুদান। তিনি বলেন, ‘যত দিন বেঁচে থাকব, এমন তৎপরতা আমি চালিয়েই যাব।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর