শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২০

ডা. সজিব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক

ডা. সজিব হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসক সজিব সরকারকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২২সেপ্টেম্বর) নিহত সজিবের বাবা আব্দুল হালিম সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকেরটিসহ মোট ২৯টি পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ১১টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৮ জুলাই নিহত সজীব সরকার তার ভাই আব্দুল্লাহকে উত্তরা এলাকার একটি মাদরাসা থেকে তার নরসিংদী বাড়িতে আনার উদ্দেশে গেলে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর