১ অক্টোবর, ২০২৪ ০৯:৩৯

জয় পুতুল ববির ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

জয় পুতুল ববির ব্যাংক হিসাব জব্দ

সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

এ ছাড়া আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), সিআরআই ইয়ং বাংলা প্রকল্প এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। গতকাল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।

ব্যাংক হিসাব জব্দের চিঠিতে সবার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জয়, পুতুল, ববি ও বিপুর ব্যাংক হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণীও বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। কারও ব্যাংক হিসাবে লেনদেন শুরুতে ৩০ দিনের জন্য জব্দ করা হলেও পরে মেয়াদ আরও বাড়ানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর