বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদ নিহতের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়।
এর আগে বেলা ১১টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল