মুন্সিগঞ্জের শ্রীনগরে চতুর্থ দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে দাফন করা হয়েছে।
রবিবার বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ দফায় জানাজা অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা উঠলেও শেষ পর্যন্ত শেষ ইচ্ছে অনুযায়ী সামাজিক কবরস্থানেই দাফন করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে।
সকালে মুন্সিগঞ্জে পৌঁছায় বি চৌধুরীর মরদেহ। সকাল ১০টায় শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এতে মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন