বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়াতে লাশ পোড়ানোর দায়ে অভিযুক্ত পুলিশের অতিরিক্ত এসপি আব্দুল্লাহিল কাফীর দেয়া জাল তথ্যে পাসপোর্ট বানাতে সহযোগিতার দায়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম।
সোমবার রাজধানীর আগারগাঁও অবস্থিত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিআইপি'র অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) এ. টি. এম. আবু আসাদ। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে দোষিদের দৃষ্টান্তমূলক বিচার হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।
এদিকে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁয়ে আগের অফিসিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে ( যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে- তার জমার সব প্রক্রিয়া শেষ করেন ডিএডি জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি ডিএডি জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ডকপি জমা দেন। সেটি তিনি ই-পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তার সহোযোগিতায় কাফী ওইদিন অতিজরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–এ০৮৭৫৭০৪৬।কাফীর পাসপোর্ট ইস্যু সংক্রান্ত জালিয়াতিসহ অসংগতির বিষয় উল্লেখ করে এই পাসপোর্ট বাতিলসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে ডিআইপি'র প্রধান কার্যালয়ে পত্র পাঠানো হয়। যা প্রধান কার্যালয় আব্দুল্লাহহিল কাফীর পাসপোর্ট সিস্টেম থেকে টার্মিনেট করে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পাসপোর্ট অর্ডার অনুযায়ী সেই পাসপোর্ট বাতিলের আদেশ জারি করা হয়। যার কপি সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সকলের নিকট উক্ত পাসপোর্ট বাতিল আদেশ পাঠানো হয়।
এ পাসপোর্টটি ইস্যুর পর গত ৪ সেপ্টেম্বর ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিচালক ইসমাইল হোসেনের নজরে আসলে- তিনি বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে জানান। পরবর্তীতে তিনি গত ৬ অক্টোবর ডিএডি জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন। তবে ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্ব দেয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুলকে।
বিডি-প্রতিদিন/শআ