এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ১৯৩ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহী রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, খুলনা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৮৪ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ৭৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯৩ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন। এদিকে, চলতি মাসের প্রথম আট দিনেই ৩০ জন মারা গেলেন।
বিডি প্রতিদিন/আরাফাত