প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সামাজিক বৈষম্য নিরসনে প্রাথমিক সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুকে স্বাক্ষর ও সক্ষম করে তুলতে পারলে তার সামাজিক অবস্থান পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
রবিবার সকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সার্বিক নিয়ম-শৃঙ্খলা ও বিধিবিধান মেনে চলা এবং সকল কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।
তিনি বলেন, আমি আবেগাপ্লুত ও মুগ্ধ। মডেল স্কুল ঠিক মডেল স্কুলই। মাগুরা জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় আমাদের তালিকাভুক্ত। পর্যায়ক্রমে সকল স্কুলের উন্নয়নমূলক কাজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান, বিভাগীয় উপ-পরিচালক শফিকুল ইসলাম, উপ-পরিচালক প্রাক প্রাথমিক ও একীভূত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোহাম্মদ জয়নাল আবেদিন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন ও শালিখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওলি মিয়া।
বিডি প্রতিদিন/এমআই