অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান।
তিনি বলেছেন, এখানে টাকা আত্মসাৎ হয়নি। টাকা পুরোটাই দিয়ে দিয়েছেন। সেখানে কেউ কম পেয়েছে বা বেশি পেয়েছে। তার সামান্য অংশ নিয়ে ডিসপিউট (বিরোধ)। সেটি সিভিল কোর্টে হয়, ফৌজদারি কোর্টে নয়। তাই এ মামলা চলতে পারে না।
বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের দায়ের করা মানিলন্ডারিং মামলাটি বাতিল করেছেন আপিল বিভাগ। এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ।
মামলা বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন দুদক আইনজীবী অ্যাডভোকেট আসিফ হাসান।
তিনি বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। শতবর্ষে আর কোনো বাংলাদেশি নোবেল পাবেন কিনা, জানি না। আমি মনে করি ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না।
এর আগে, অভিযোগ গঠনের বৈধতা এবং মামলার কার্যধারা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
বিডি প্রতিদিন/কেএ