ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমণি।
আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।
আগামী ৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।
এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া।
এদিন আদালতে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। এছাড়া, বাদীর জবানবন্দি রেকর্ড করেন আদালত।
এদিকে, মামলার বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘আজ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি। প্রথমদিকে তার (পিংকি) বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম। মনে করেছি হয়তো কিছু চাওয়া-পাওয়ার জন্য বা মিডিয়া হাইপের জন্য এসব কথা বলছে। ভেবেছিলাম একটা সময় নিজের ভুল সে বুঝতে পারবে। কিন্তু তা নয়। দেখা যাচ্ছে, ক্রমাগতভাবে সে একই কথা বিভিন্ন মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাচ্ছে। এখন মনে হচ্ছে এখানে সেই মেয়ে (পিংকি) নয়, তার পেছনে হয়তো অন্য কেউ কলকাঠি নাড়ছে। তাই বাধ্য হয়ে আজ মামলা করেছি। আমিও বের করে ছাড়ব তার পেছনে কে মদত দিচ্ছে।’
এর আগে, ১৭ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমণিসহ দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। সেই অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/কেএ