বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
আনোয়ারায় উপনির্বাচন কাল

নির্বাচনী উত্তাপ নেই, উপস্থিতি কম হওয়ার আশঙ্কা

চট্টগ্রাম-১২ আনোয়ারা আসনের উপ-নির্বাচন কাল। সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহল। শেষ দিনের প্রচার-প্রচারণায়ও তেমন উত্তাপ ছিল না নির্বাচনের মাঠে। দেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। এখানে আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এদিকে, নিরাপত্তাহীনতা ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ এনে প্রার্থী উজ্জ্বল ভৌমিক রিটার্নিং অফিসার বরাবরে গতকাল অভিযোগ করেছেন। তবে গতকাল সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে এবং নির্বাচনী সরঞ্জাম আজ এলাকায় পাঠানো হবে। নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গণফোরাম প্রার্থী উজ্জ্বল ভৌমিক বলেন, প্রচারণায় জনগণের সাড়া পাচ্ছি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দে এলে জয়ী হব। তবে এখন নিরাপত্তহীনতায় ভুগছি। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এলাকার ভোটারদের কেন্দ্রে না যেতেও হুমকি দেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসার ফরহাদ আহমদ খান বলেন, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থী উজ্জ্বল ভৌমিক নিরাপত্তা ও হুমকি দিচ্ছে এরকম একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে সজাগ রয়েছি। তদন্ত করেও দেখা হচ্ছে। নির্বাচনে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সাড়ে ৬০০ সদস্য মোতায়েন করা হবে। ভোট গ্রহণের জন্য ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৬১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৩০ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর