শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

আজো ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজো ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। গত বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মহাসেন' উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে নোয়াখালী-চট্টগ্রাম (সীতাকুণ্ড) উপকূল অতিক্রম করেছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ রূপে ভারতের ত্রিপুরা অঞ্চলে অবস্থান করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০-৪০ কি.মি. বেগে বাতাস বয়ে যেতে পারে।

সর্বশেষ খবর