বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-কর্মচারী সংঘর্ষে আহত ১০

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-কর্মচারী সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্র-কর্মচারী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাতে আবদুল মান্নান হোস্টেল ক্যান্টিনে সেহরির খাবার নিয়ে ছাত্র-কর্মচারীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্ররা একজন কর্মচারীকে মারধর করেন। তার জের ধরে গতকাল সকালে কর্মচারীরা একত্র হয়ে ছাত্রদের ওপর হামলা করে। এতে অন্তত ৬ জন ছাত্র আহত হয়। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ক্যান্টিন ভাঙচুর করে ও কর্মচারীদের ওপর হামলা চালায়। এ সময় কর্মচারী শাহিন, আতিকুর রহমান নিশাত ও মোশাররফকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্দক আহত করে। পরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। আহত ৪ কর্মচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর